পুলিশ জানায়, শিক্ষক মানিককে আদালত প্রাঙ্গণে আনা হলে উৎসুক ছাত্র-জনতা তার উপর চড়াও হয়।
Published : 09 Mar 2025, 08:17 PM
ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষককে আদালতে নেওয়ার সময় পিটুনি দিয়েছে উৎসুক ছাত্র-জনতা।
রোববার সকাল ১১টার দিকে শিক্ষক মোজাম্মেল হক মানিককে ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক শরিফুল ইসলাম তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আদালতের পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহেদ।
তিনি বলেন, “শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালত প্রাঙ্গণে আনা হলে উৎসুক ছাত্র-জনতা তার উপর চড়াও হয়। এ সময় তাকে মারধরের মত অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”
অন্যদিকে সারাদেশের মত ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠন। এ সময় তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “কোনোভাবেই যেন অপরাধী আইনের ফাঁক দিয়ে বের না হতে পারে, তা নিশ্চিত করা হবে। প্রমাণিত হলে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে অপরাধীর।”
এর আগে, শনিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিককে আটক করা হয়।
শিশুটির মা সাংবাদিকদের বলেন, রোজার মধ্যে ‘অতিরিক্ত ক্লাসের’ কথা বলে তার মেয়েকে স্কুলে ডেকে নিয়ে যায় শিক্ষক মানিক। তারপর দুপুরে অন্য শিক্ষার্থীদের চলে যেতে বলেন। সবাই চলে গেলে শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে মেয়েকে ধর্ষণ করা হয়।
তারপর শিক্ষক নিজের মোটরসাইকেলে করে ছাত্রীকে বাড়ির পাশে রেখে যান। বাড়িতে গিয়ে মেয়ে কান্নাকাটি করে পরিবারকে বিষয়টি জানায়। স্কুলে যাওয়ার আধা ঘণ্টা পরেই সে বাড়ি চলে আসে। তখন পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়।
বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র দাবি করেন, এর আগেও একজন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক মানিক ছয় মাস বহিষ্কৃত ছিলেন।
আরও পড়ুন:
ঠাকুরগাঁওয়ে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, আটক শিক্ষক