বাসার জিনিসপত্র নষ্টের পাশাপাশি গুরুত্বপূর্ণ দলিল, ডকুমেন্টস ও মালামাল খোয়া গেছে বলে দাবি ভুক্তভোগীর।
Published : 16 Apr 2025, 05:36 PM
সিলেট নগরে তালা ভেঙে একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
মঙ্গলবার রাতে নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের পীরপুর টুকেরবাজার এলাকার ‘বিএইচআই ভবনে’ এ ঘটনা ঘটে বলে জানান জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ।
বাসার মালিক সামছুর নেহার ওই এলাকার প্রয়াত বেল্লাল হোসেনের স্ত্রী। বেল্লালের দুই ছেলে প্রবাসে ও এক ছেলে মো. মনির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা অফিসে কাজ করেন।
সামছুর নেহার বলেন, “সপ্তাহখানেক ধরে আমরা বাসায় কেউ ছিলাম না। আমার পুত্রবধূ তার বাবার বাড়িতে আর আমি মেয়ের বাসায় ছিলাম। সকালে বাসায় ফিরে গেইটের তাল খুলে ভেতরে ঢুকে দেখি, প্রধান দরজার তালা নষ্ট।
“পরে ভেতরে ঢুকে ঘরের সব এলোমেলো অবস্থায় দেখতে পাই। এ ছাড়া পুত্রবধূর কক্ষের দরজার তালাও ভাঙা পাই। সেই কক্ষে ঢুকে দেখি আলমারির তালা ভাঙা। বাড়ির সব কক্ষ তছনছ অবস্থায় রয়েছে।”
ভাঙচুর ও জিনিসপত্র নষ্টের পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক দলিল, ডকুমেন্টস ও মালামাল খোয়া গেছে; এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাসা মালিকের।
ওসি হারুনুর রশিদ বলেন, সকালে ঘটনাটি শোনার পর ওই বাসায় পুলিশ পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।