বন বিভাগ জানায়, উদ্ধার করা গন্ধগোকুলটিকে সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়েছে।
Published : 27 Mar 2025, 04:13 PM
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়ার একটি সেতুর নীচ থেকে স্থানীয়রা প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগকে অবহিত করেন।
পরে দুপুরে উদ্ধারকৃত গন্ধগোকুলটি আলুটিলা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা ফাহিম ফয়সাল বলেন, “স্থানীয়রা ব্রিজের নীচে প্রাণীটি দেখতে পেলে আমি গিয়ে উদ্ধার করি। পরে জালিয়াপাড়া বন অফিসকে অবগত করলে বিভাগীয় বন অফিসে নিয়ে আসি।”
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, গন্ধগোকুল বা এশিয়ান পাম সিভেট নিশাচর প্রাণী। ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকদের উপকার করে।
তিনি আরও বলেন, ফল খাওয়ার পর তাদের মলের সঙ্গে নির্গত বীজগুলোর শতভাগ অঙ্কুরোদগম হয়, যা উদ্ভিদ বিস্তারে সহায়তা করে।
উদ্ধার করা গন্ধগোকুলটি সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান ওই বন কর্মকর্তা।
গন্ধগোকুল বা এশিয়ান পাম সিভেট এর বৈজ্ঞানিক নাম (Paradoxurus Hermaphroditus)। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় গন্ধগোকুলকে রাখা হয়েছে ‘ন্যূনতম বিপদগ্রস্ত ’ ক্যাটাগরিতে। এর মানে হল, এই প্রাণীর প্রজাতি প্রকৃতিতে সহজেই দেখা যায় ও ব্যাপকভাবে বিস্তৃত প্রজাতিগুলো এ বিভাগের অন্তর্গত।
বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত।