‘মাদক সেবনে বাধা দেওয়ায়’ ভিডিপি সদস্যের ওপর হামলার অভিযোগ

অভিযোগে বলা হয়, ওই ভিডিপি সদস্যের ওপর সংঘবদ্ধ হামলা চালায় গাঁজা সেবীরা। 

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2022, 05:46 PM
Updated : 24 Dec 2022, 05:46 PM

মাদারীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক সদস্যের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে এ বিষয়ে একটি অভিযোগ আসে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।

এ ঘটনা আহত আবু তালেব হাওলাদার সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ভিডিপির দলনেতা বলে জানা যায়।

অভিযোগ ও আহতের পরিবারের বরাতে ওসি বলেন, আবু তালেবের গ্রামের বাড়ির পাশে একটি খালি বাড়িতে নিয়মিত গাঁজা সেবন করেন সোহান, সানজিদ ও নাসির খান। গাঁজা সেবন করে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

নিষেধ করতে গেলে শুক্রবার সন্ধ্যায় আবু তালেবের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায় গাঁজা সেবীরা। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শুক্রবার রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।  

হাসপাতালের বিছানায় শুয়ে আবু তালেব বলেন, “মাদক সেবনে বাধা দেওয়ার জন্য আমার ওপর যারা হামলা করেছে, আমি তাদের বিচার চাই।”

ওসি মনোয়ার হোসেন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”