আগুনে অন্তত ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, বলছে ফায়ার সার্ভিস।
Published : 26 Mar 2025, 09:22 AM
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আগুন লেগে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার বোয়ালখালি নতুন বাজারে মঙ্গলবার রাত দেড়টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকের হোসেন জানান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে হোটেল, মুদি ও কাঠের দোকানসহ অন্তত ২০টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে ‘তৃপ্তি হোটেল’ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকের হোসেন বলেন, “জেলা সদর ও দীঘিনালা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
এর আগে গত ৭ই মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দীঘিনালায় ১২টি দোকান পুড়ে যায়।