আটক দুজন ছাড়াও অনেকে হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত চুরির সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।
Published : 19 Jan 2025, 08:25 PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির সময় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশের সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যাগ চুরির সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- তারাকান্দা উপজেলার গোয়াইলকান্দি গ্রামের মো. নাঈম খান পাঠান (৩৮) ও ময়মনসিংহ সদরের আকুয়া মড়লবাড়ি এলাকার তুষার আবদুল্লাহ (২২)।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সেলিম মিয়া বাদী হয়ে শনিবার রাতে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন বলে জানান ওসি শফিকুল ইসলাম।
তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংক থেকে শনিবার বিকালে কৌশলে এক ব্যাগ রক্ত চুরি করে নিয়ে যাওয়ার সময় সেখানে কর্মরত সদস্যরা দুজনকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে থানায় খবর দিলে রক্তসহ দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে ওসি শফিকুল ইসলাম খান বলেন, আটক দুজন ছাড়াও অনেকে দীর্ঘদিন ধরে হাসপাতালে রক্ত চুরির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।