“আমরা মেয়েরা যখন বাইরে যাই, নিরাপদবোধ করি না।”
Published : 10 Mar 2025, 01:25 AM
যৌন নিপীড়নের প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান ফটকে হয় সমাবেশ।
সেখানে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাবাসসুম জান্নাত বলেন, “আমরা মেয়েরা যখন বাইরে যাই, নিরাপদবোধ করি না। কেন আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে?
“ধর্ষণের শিকার হলে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয়। অথচ কুমিল্লার তনুর মতো পর্দাশীল মেয়েও ধর্ষণের শিকার হয়েছেন। সেই ঘটনার বিচার আজও হয়নি। অবিলম্বে দেশে ধর্ষণের সংস্কৃতি বন্ধ করতে হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, “আমরা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের ফাঁসি চাই। আপনারা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আছেন, আমাদের দাবি মানতে হবে। যতদিন ধর্ষণের বিচার না হবে, আমরা মাঠ ছাড়ব না।”
“মানুষ ভোট দেয় আঙুলের ছাপ দিয়ে, আর আমরা বুকের রক্ত দিয়ে। এই রক্তের ভিত্তিতেই আসা সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।"
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, “আমরা সিলেটে দাঁড়িয়ে ধর্ষণের প্রতিবাদ করছি, কিন্তু মৌলভীবাজারের বড়লেখায় একটি শিশুও ধর্ষণের শিকার হয়েছে।
“দ্রুত তদন্ত করে বিচার শেষ করতে হবে, যেন কোনো মব কালচার দেখা না যায়। আমরা আইন হাতে তুলে নিতে চাই না।”