শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়নি বলে খোঁজ নিয়ে জানা গেছে।
Published : 16 Feb 2024, 07:42 PM
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের শিপাইপাড়া বাজারে ভাঙারি দোকানে মর্টার শেলটি দেখতে পেয়ে স্থানীয়রা তাদের খবর দেন বলে তেঁতুলিয়া মডেল থানা ওসি সুজয় কুমার রায় জানান।
তিনি বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়েছে।”
আলি আকবরসহ স্থানীয় কয়েকজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আনিছুর নামে এক ফেরিওয়ালি বাংলাবান্ধা এলাকা থেকে ভাঙারি সামগ্রী সংগ্রহ করে ওই দোকানে বিক্রি করেন। রাতে পুরোনো লোহা কিনতে এসে এক ব্যক্তি বস্তুটিকে দেখে সন্দেহ করেন।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও বিজিবিকে খবর দেওয়া হয়।
রাতে বালু ভরতি বস্তায় চাপা দিয়ে দোকানে পাশেই সেটি রাখার ব্যবস্থা করে পুলিশ। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়নি এবং দিনভর দোকানটি তালাবদ্ধ রাখা হয়।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, “কে কীভাবে বস্তুটি পেয়েছে, তা জানা যায়নি। বর্তমানে সেটি সংরক্ষিত রয়েছে।”
ওসি সুজয় কুমার রায় বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোসহ আইনি কিছু প্রক্রিয়া থাকায় শেলটি নিষ্ক্রিয় করতে কিছুটা সময় লাগছে।”