পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ওরিয়েন্টেশনে তিনি এসব কথা বলেন।
Published : 11 Feb 2025, 07:45 PM
দীর্ঘদিন ধরে যে বৈষম্য তৈরি হয়েছে তা শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেছেন, “বছরের পর বছর, দশকের পর দশক ধরে যে বৈষম্য চলে আসছে, সেই বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না। আজকে আমরা যে বৈষম্যের কথা বলছি, যে আন্দোলনের জন্য মানুষ জীবন দিল, যে দাবিতে যে তাগিদে মানুষ প্রাণ দিয়েছে সেটা আগামীকাল অর্জিত হবে এটা মনে করার কোনো কারণ নেই।”
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ওরিয়েন্টেশনে মঙ্গলবার তিনি প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, “অনেকেই আশাহত হচ্ছেন- এত প্রাণ গেল, এত কিছু হল, কই বৈষম্য তো কমছে না। যে বৈষম্য তৈরি হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ কাঠামোগতভাবে তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠান দিয়ে যাকে স্থায়ীকরণ করা হয়েছে, তা কেবলমাত্র প্রাণের বিনিময়ে সবগুলো অবিলম্বে অর্জন করতে পারব এটা মনে করার কোনো কারণ নেই।”
“কিন্তু আমরা প্রত্যেকে দায়িত্ববোধের দিক থেকে আমার আচরণ দিয়ে জ্ঞান দিয়ে চর্চা দিয়ে একটু একটু করে অগ্রসর হতে পারব। যদি সহমর্মিতার বোধ তৈরি করতে পারি এবং ভিন্নমত সত্ত্বেও একটি টেবিলে বসতে পারি তাহলেই আমরা পারব।”
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নসরুল্লাহ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।