সিরাজগঞ্জে রেলপথের পাশে পড়েছিল কলেজ ছাত্রের লাশ

রেলপথের ঢালুতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2022, 04:29 PM
Updated : 9 Nov 2022, 04:29 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথের পাশ থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বামন গ্রামের পাশে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিরাজগঞ্জ রেলওয়ে  থানার এসআই সানোয়ার হোসেন জানান ।

নিহত তাসজিদ হাসান অনিক ওরফে নাঈম (২০) জেলা শহরের কালিবাড়ি মহল্লার আব্দুল মমিনের ছেলে। তিনি সদর উপজেলার বাগবাটি আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের অনার্সের ছাত্র ছিলেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই সানোয়ার জানান, এক সপ্তাহ আগে নাঈম লালমনিরহাটে তার চাচার বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত পরিবারের সঙ্গে নাঈমের মোবাইল ফোনে যোগাযোগ ছিল। তারপর থেকেই তার ফোন নম্বরটি বন্ধ হয়ে যায়।

“বুধবার সকালে রেলপথের ঢালুতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। থানা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়; স্বজনরা শনাক্ত করেন।”

এসআই সানোয়ার আরও বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। তিনি খুন হয়েছেন নাকি ট্রেন থেকে পড়ে মারা গেছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।