হবিগঞ্জে ছোট ইট তৈরি, ৪ ভাটাকে সোয়া লাখ টাকা জরিমানা

অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ভাটা মালিকদের সঙ্গে বার বার বৈঠক করেও কোনো কাজ হয়নি।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2023, 04:44 PM
Updated : 16 Feb 2023, 04:44 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ছোট ইট তৈরির অপরাধে চার ইটভাটা মালিককে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভাটাগুলোতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ওইসব ভাটার মালিকদের জরিমানা করা হয় বলে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান।

তিনি জানান, ভাটার মালিকদের সঙ্গে বার বার বৈঠক হয়েছে। কিন্তু তারা আমাদের নির্দেশনা মেনে চলেননি। অভিযান পরিচালনা করতে গিয়ে ইটের মাপে কারচুপির প্রমাণ মেলে।

তিনি আরও জানান, বিএসটিআই-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী ইটের দৈর্ঘ ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১ দশমিক ৫, উচ্চতা ৭ সেন্টিমিটার থাকার কথা থাকলেও তা না মেনেই ইট উৎপাদন করছে ভাটা মালিকরা।

এ অপরাধে বাহুবল উপজেলার মিরপুরের মেসার্স রবিন ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স সাগর ব্রিকসকে ২০ হাজার টাকা, মেসার্স ইন্তাজ ব্রিকসকে ৩৫ হাজার টাকা এবং মেসার্স একতা ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাহুবল থানা পুলিশ এবং হবিগঞ্জ আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে বলে দেবানন্দ সিনহা জানান।