পুলিশ জানায়, শ্রমিকবাহী পিকআপটিকে পেছন থেকে অপর একটি পিকআপ ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন একজন।
Published : 09 Feb 2024, 09:11 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চলন্ত পিকআপকে পেছন থেকে অপর একটি পিকআপের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই মাহফুজুর রহমান।
নিহত ৫৫ বছর বয়সি ইদু মিয়া সদর উপজেলার সুরুজ এলাকার প্রয়াত সাইদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই মাহফুজুর বলেন, সন্ধ্যায় কালিহাতী থেকে একটি পিকআপ নির্মাণসামগ্রী ও কয়েকজন শ্রমিককে নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে অপর একটি পিকআপ পেছন থেকে শ্রমিকবাহী গাড়িটিকে ধাক্কা দেয়।
এতে সামনের পিকআপে থাকা ইদু মিয়া সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।