গত সাত দিনে জেলায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ২৭৬; যার মধ্যে এক হাজার ৮৩০ জন রোহিঙ্গা।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২৭ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয় বলে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান।
গ্রেপ্তাররা হলেন- ওই ক্যাম্পের এফসিএন ২৭৭১৬২ ব্লক-এ/৪ এর বাসিন্দা রফিকা (২৫) ও লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন- ২৫৪১২৮ ব্লক-আই/২ এর বাসিন্দা নুরজাহান (৪০)।
ওসি জোবাইর বলেন, খবর পেয়ে ওই ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রফিকার ঘর থেকে ২৭ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ এবং রফিকা ও নুরজাহানকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।