ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পাউবো।
Published : 29 Mar 2024, 02:25 PM
টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে নদী সংলগ্ন এলাকার বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন।
বুধবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, “সন্ধ্যা ৬টায় ছোট যমুনা নদীর পানি লিটন সেতু পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার এবং আত্রাই নদীর পানি আহসানগঞ্জ রেলস্টেশন পয়েন্টে ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও বলেন, “চেষ্টা থাকার পরও আত্রাই উপজেলার নন্দলালী ও নান্দাইবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন রোধ করা সম্ভব হয়নি পানির তীব্র চাপ ও স্রোতের কারণে।”
বাঁধ রক্ষার জন্য পাউবো ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনরাত কাজ করছেন এলাকাবাসী।
নদী পাড়ের বাসিন্দা সফির উদ্দিন ও আব্দুল গফুর বলেন, বাঁধ ভেঙে এরই মধ্যে আত্রাই উপজেলার নন্দলালী, নান্দাইবাড়ি, মান্দা উপজেলায় দারিয়াপুর, নুরুল্লাবাদ, পার নুরুল্লাবাদ, মণ্ডলপাড়া, দেওয়ানপাড়া, তুরুকবাড়িয়া, পাঁজরভাঙা গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
স্থানীয়দের ধারণা, এতে এসব গ্রামের প্রায় হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ফসল।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]