মাঠে ধান কাটার জন্য গোলাম মোস্তফা ও আনিসুর রহমান বাইসাইকেলে বেনাপোলে আসছিলেন।
Published : 01 May 2024, 01:02 PM
যশোরের বেনাপোলে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কৃষি শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরেকজন।
বুধবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল বাজারের রজনী ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান।
নিহত গোলাম মোস্তফা (৪৮) শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক৷ দুর্ঘটনায় সাইকেলের আরেক আরোহী আনিসুর রহমানও (৩৩) আহত হয়েছে।
বেনাপোল পৌরসভার কাউন্সিলর শাহীন আলমের বরাতে ওসি বলেন, মাঠে ধান কাটার জন্য গোলাম মোস্তফা ও আনিসুর রহমান বাইসাইকেলে বেনাপোলে আসছিলেন। পথে রজনী ক্লিনিকের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সজোরে তাদেরকে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই গোলাম মোস্তফা মারা যান। আহত হন আনিসুর রহমান। তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি সুমন বলেন, বাসটি আটক করা হয়েছে তবে চালক ও তার সহকারী পালিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।