হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন, বন্ধু আটক

পুলিশ জানায়, হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2023, 01:47 PM
Updated : 25 March 2023, 01:47 PM

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যার অভিযোগ উঠেছে; এতে জড়িত সন্দেহে এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে উপজেলার ইকরাম গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব।

নিহত ১৯ বছর বয়সী বিষ্ণু সরকার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে।

শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি অজয় চন্দ্র দেব জানান, বিষ্ণু সরকারের সঙ্গে ইকরাম গ্রামের লিয়াকত আলীর ছেলে মিন্নত আলীর (২৫) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এর সুবাদে মিন্নতের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন বিষ্ণু সরকার।

“পরবর্তীতে বিষ্ণু সরকার টাকা দিতে গড়িমসি করেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা হয়।”

তিনি আরও বলেন, “শুক্রবার রাতে বিষ্ণু সরকারকে পার্শ্ববর্তী হাওরে ডেকে নিয়ে যায় মিন্নত। এ সময় টাকা নিয়ে ফের তাদের মধ্যে তর্ক হয়।

“এক পর্যায়ে মিন্নত ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে বিষ্ণুর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান বিষ্ণু।”

হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে মিন্নত আলীকে আটক করা হয় বলে জানান ওসি।