কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব বাহার-রিফাতের হাতেই

শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান শেখ ফজলুল করিম সেলিম।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2022, 03:18 PM
Updated : 5 Nov 2022, 03:18 PM

প্রথমবারের মত সম্মেলনের মাধ্যমে আবারও আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং আরফানুল হক রিফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

বাহার কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আর তার অনুসারী আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র।

মহানগর আওয়ামী লীগের নেতারা জানায়, শনিবার বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

দুপুর ২টার দিকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে শুরু হয় দ্বিতীয় পর্ব।  

এ পর্বের পরিচালনায় ছিলেন দলের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এতে চারজন কাউন্সিলর সভাপতি পদে বাহার এবং সাধারণ সম্পাদক পদে রিফাতের নাম প্রস্তাব ও সমর্থন করেন।

পরে উপস্থিত কাউন্সিলররা এ প্রস্তাবে সমর্থন জানান।

একাধিক প্রার্থী না থাকায় বাহার-রিফাতকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন সম্মেলনের সভাপতি শেখ ফজলুল করিম সেলিম।

এ সময় সেলিম জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

দলের স্বার্থে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি।

২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার ছয় বছর পর ২০১৭ সালের ২২ জুলাই ৭১ সদস্যের মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।

শনিবার (৫ নভেম্বর) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হলো।