পালিয়ে যাওয়া ১৩ ডাকাতকে ধরতে অভিযান অব্যহত আছে বলে জানিয়েছে পুলিশ।
Published : 03 May 2023, 01:33 PM
নদীতে গরুর ট্রলারে ডাকাতির পর নৌ পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া সাত ডাকাতকে মুন্সীগঞ্জের সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুন্ঠিত ৩৩ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা, ১১টি গুলি, চারটি একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পালিয়ে যাওয়া আরও ১৩ ডাকাতকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বলেন, সংঘবদ্ধ ডাকাত দলটি রাজবাড়ীর গোয়ালন্দে আরিচা থেকে ফেরা গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতি করে।
“ডাকাতির পর স্পিডবোট নিয়ে পালানোর সময় তাদের মাঝিরকান্দি থেকে নৌ পুলিশ ধাওয়া করে। পরে অন্যান্য এলাকায় নৌ পুলিশও ডাকাতদের পিছু নেয়। ডাকাতদের সঙ্গে দফায় দফায় পুলিশের অর্ধশতাধিক গুলি বিনিময় হয়।
“৭০ থেকে ৮০ কিলোমিটার ধাওয়ার পর এক পর্যায়ে মেঘনার শাখা নদীতে ঢুকে পড়ে ডাকাতরা। মুন্সীগঞ্জের চরকেওয়ার বাঘাইকান্দিতে স্পিডবোট রেখে পালিয়ে যায় তারা।
“তখন তাদের গ্রেপ্তারে নৌ-পুলিশের পাশাপাশি অভিযান চালায় জেলা পুলিশ। এই সময় স্থানীয় এক ব্যক্তির দুটি ঘর থেকে টাকা ভর্তি ব্যাগসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ পুলিশ। তবে আরও একটি টাকার ব্যাগসহ পালিয়ে গেছে ১৩ ডাকাত।
গ্রেপ্তার ডাকাতদের বরাত দিয়ে পুলিশ সুপার মামুন বলেন, এই দলে ২০ জন ডাকাত ছিল। তারা মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং শরিয়তপুরের বাসিন্দা। পালিয়ে যাওয়াদের ধরতে বাঘাইকান্দি এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে।
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, “ডাকাতির উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে মাওয়া থেকে একটা স্পিডবোট নিয়ে দুপুর আড়াইটায় রওয়ানা দেয় ডাকাতরা। তারা অfরিচা ঘাটের গরুর বাজারে যায়। সেখানে পাইকাররা গরু বিক্রি করে ট্রলারে করে ফেরার তথ্য পেয়ে সেই তাতে ডাকাতি করে ডাকাতরা।
“এই খবরটি জানার সাথে সাথেই নৌ-পুলিশ অভিযানে নামে। এ সময় মাঝির ঘাটের নৌ পুলিশ টিম তাদের ধাওয়া করে। ডাকাতরা তাদের শক্তিশালী স্পিডবোট দ্রুত চালিয়ে মুন্সীগঞ্জ সদরের বাঘাইকান্দিতে চলে আসে।
“এ সময় মাঝিরকান্দি নৌ-পুলিশের সঙ্গে মোহনপুর নৌ পুলিশ, চাঁদপুর সদর নৌ পুলিশ, মুন্সীগঞ্জ চর আব্দুল্লাহপুরের নৌ পুলিশ ডাকাতদের পিছু নেয়। পরবর্তীতে ডাকাতদল বাম দিক দিয়ে খালে ঢুকে পড়ে।
“এ সময় তারা আমাদের নৌ পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়তে থাকে। তখন নৌ পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে তারা টিকতে না পেরে চরকেওয়ারে খালের পাড়ে স্পিডবোট ভিড়িয়ে দ্রুত গ্রামে ঢুকে পড়ে।”
নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারে একাধিক পুলিশ টিম মাঠে রয়েছে। এলাকাবাসী এই নৌ ডাকাত চক্রের সকল সদস্যসহ এর নেপথ্যের গডফাদারদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।”
আরও পড়ুন