মানিকগঞ্জের আরিচা হাটে গরু বিক্রি করে ৫০-৬০ জন ব্যবসায়ী ট্রলারে করে দৌলতদিয়া ফিরছিলেন।
Published : 02 May 2023, 11:12 PM
রাজবাড়ীর গোয়ালন্দে মাঝ পদ্মায় গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকা খোয়া গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে নদীতে এ ঘটনা ঘটে বলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল কবির জানান।
এ ঘটনায় ট্রলার চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ২৫ বছর বয়সি চালক রুবেল মণ্ডল উপজেলার দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়া গ্রামের সেকেন মণ্ডলের ছেলে।
গরু ব্যবসায়ী জিন্না বলেন, “মানিকগঞ্জের আরিচা হাটে গরু বিক্রি করে দুপুরে ৫০-৬০ জন ব্যবসায়ী ট্রলারে করে দৌলতদিয়ায় ফিরছিলাম। মাঝ পদ্মায় পৌঁছালে স্পিডবোটে করে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল আমাদের গতিরোধ করে।
“পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে আমাদের কাছে থাকা প্রায় কোটি টাকা লুট করে পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, “আমার কাছ থেকে গরু বিক্রির ৮০ হাজার টাকা নিয়েছে। ট্রলারে প্রতিটা গরু ব্যবসায়ীর কাছে যা ছিল সবই নিয়ে গেছে।”
আরেক ব্যবসায়ী মোশাররফ বলেন, “ডাকাতরা এসেই আমাদের মারধর ও কোপাতে শুরু করে। দুইটা গরু বিক্রির দেড় লাখ টাকা ছিল সব নিয়ে গেছে।”
ব্যবসায়ী আক্কাস আলী বলেন, “আরিচা হাটে তিনটা গরু বিক্রি করতে গেছিলাম। গরু বিক্রির দুই লাখ ৮০ হাজার টাকা নিয়ে ফিরছিলাম। ডাকাতরা এসে মারধর সব টাকা নিয়ে গেছে।”
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে’ বলেন, “ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে নদীতে গিয়ে ডাকাত দলকে ধাওয়া করে কাঁঠালবাড়ি পর্যন্ত যাই।
“পরে মুন্সীগঞ্জের মাওয়া এলাকার মাঝির ঘাটে একটি স্পিডবোট থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার চালককে আটক করা হয়েছে বলে নৌ পুলিশের এ কর্মকর্তা জানান।
কোটি টাকা লুটের বিষয়ে সিরাজুল কবির বলেন, এখনও কেউ অভিযোগ দেয় নাই। তদন্ত শেষে বলা যাবে কত টাকা লুট হয়েছে।