রাত ৮টা থেকে ঢাকাসহ সব পথে বাস চলাচল স্বাভাবিক হয়।
Published : 17 Dec 2024, 12:25 AM
রাজশাহীর তানোর উপজেলায় অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় বাস বন্ধের প্রায় সাত ঘণ্টা পর চলাচল শুরু হয়েছে।
সোমবার রাত ৮টা থেকে রাজশাহী থেকে সব পথে বাস চলাচল স্বাভাবিক হয় বলে জানান রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি।
এর আগে বাস চালক ও শ্রমিকদের মারধরের ঘটনার জেরে রাজশাহী থেকে সব পথে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুপুর ১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। তবে বাইরের জেলা থেকে আসা বাসগুলো যেতে দেওয়া হয়।
শ্রমিক নেতা রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছে, রাতের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে; পরে সব পথে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয় বলে জানান তিনি।
অটোরিকশা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ: রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ
দুপুরে তানোর উপজেলার অটোরিকশার শ্রমিকদের হামলায় পাঁচ বাস শ্রমিক আহত হন। এ ঘটনার পর জেলা শহর থেকে সব পথে বাস চলাচল বন্ধ করে দেন বাস শ্রমিকরা।
দুপুর ১টার দিকে শ্রমিকেরা নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোঁটা হাতে রাস্তায় নামেন। তারা রাস্তার উপর এলোমেলোভাবে বাস রেখে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকাল ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।