এতে অন্তত পাঁচজন বাস শ্রমিক আহত হয়েছেন।
Published : 16 Dec 2024, 08:39 PM
রাজশাহীর তানোর উপজেলায় অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন বাস শ্রমিক আহত হয়েছেন।
এ ঘটনার পর রাজশাহী থেকে সব পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সোমবার দুপুরে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান তানোর থানার ওসি মিজানুর রহমান।
আহতরা হলেন- বাসচালক স্বপন আলী, বাবর, শাহীন, নুরুজ্জামান এবং সুপারভাইজার জিয়া।
সংঘর্ষের ঘটনায় সিরোইল বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকাল ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। তবে বাস চলাচল বন্ধ রয়েছে।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “শ্রমিকেরা বাস ছাড়ছেন না। রাজশাহী থেকে সব পথে বাস বন্ধ আছে। শুধু বাইরে থেকে আসা বাস চলে যাচ্ছে।
“তানোরে আমাদের পাঁচ থেকে ছয়জন শ্রমিককে পিটিয়ে আহত করেছেন অটোরিকশার চালকেরা। পুলিশ এখনো মামলা নেয়নি। কাউকে গ্রেপ্তারও করেনি। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন।”
বাস শ্রমিকরা জানান, রাজশাহীতে বিআরটিএর অনুমোদন ছাড়াই অবৈধভাবে শতাধিক অটোরিকশা চলাচল করছে। এ বিষয়ে বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এর উপর তারা বাস শ্রমিকদের মারপিট করে আহত করেছেন।
নাম গোপন রাখা শর্তে এক শ্রমিক নেতা জানান, অটোরিকশা শ্রমিকদের হামলার পর জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে পড়েন।
পরে তারা সিরোইল বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এ বিষয়ে রাজশাহী পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, “বাস শ্রমিক ও অটোরিকশার চালকদের সমস্যা পুরোনো। অটোরিকশা শহরে গেলে আটকানো হয়। তখন তানোরে বাসচালক ও হেলপাররা দাপট দেখান।
দুই দিন আগে বাগধানির মোড়ে অটোরিকশা থেকে যাত্রী নামিয়ে নেওয়ার জেরে এ মারামারির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
মারামারির ঘটনায় বাস শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে; এটি মামলা হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মিজানুর রহমান।