ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের আতকাপাড়া গ্রামের ফকির গোষ্ঠীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গানের অনুষ্ঠান চলছিল।
Published : 14 Feb 2025, 01:11 AM
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিয়ে বাড়ির গানের অনুষ্ঠানে কথা কাটাকাটির জেরে তিন পক্ষের মধ্যে সংঘর্ষে টেটার আঘাতে প্রাণ হারিয়েছে এক কিশোরী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনিপুর এলাকার আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী।
নিহত ১২ বছর বয়সী আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে।
নাম না প্রকাশের শর্তে ওই গ্রামের বাসিন্দা ও ময়নার স্বজন জানান, ওই গ্রামের ফকির গোষ্ঠীর বাড়িতে বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান চলছিল। সে উপলক্ষে সন্ধ্যায় গানের অনুষ্ঠানে পাশের এলাকার তাজুর গোষ্ঠীর বিল্লাল মিয়ার গায়ে ধাক্কা লাগে।
এই ধাক্কা নিয়ে কথা কাটাকাটির জেরে তাজুর বাড়ির লোকজন ফকির বাড়ি ঘেরাও করে। তবে ফকির বাড়ি ছোট গোষ্ঠী হওয়ায় পাশের হাসিম অজির গোষ্ঠীর লোকজন তাদের সহায়তায় এগিয়ে আসে।
এক পর্যায়ে তাদের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ সংঘটিত হলে টেঁটাবিদ্ধ হয় সংঘর্ষ দেখতে যাওয়া কিশোরী ময়না।
দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ওসি রওশন আলী বলেন, প্রতিবেশীরদের ঝগড়া দেখতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে, তবে কী কারণে ঝগড়া হয়েছে তা এখনো নিশ্চিত কিছু জানি না।