মুক্তিপণ দিয়ে ফিরে আসার তিন দিনের মাথায় রোহিঙ্গা ক্যাম্প থেকে নুর ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ।
Published : 20 Jan 2025, 08:41 PM
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ছয় বছরের এক শিশুকে অপহরণের পর মাটিতে পুঁতে মুক্তিপণ দাবির ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা সেই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে নুর ইসলামকে (২১) সোমবার বিকালে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ক্যাম্পের মৃত নুরুল হকের সন্তান।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, ৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪টার পর শিশু আরাকানকে ছোলা-মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায় নুর ইসলাম। তার সঙ্গে ছিলেন মো. সাদেক নামের আরও একজন। তিনি পলাতক রয়েছেন।
অপহরণের পর শিশু আরাকানকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে শিশুটির বাবা আব্দু রহমানের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে না চাইলে অপহরণকারীরা শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও পাঠায় তার বাবার কাছে।
রোহিঙ্গা শিশুদের অপহরণের টোপ 'খেলার সাথী'
অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন দাবি করেন, পুলিশের তৎপরতায় ১৭ জানুয়ারি অপহরণকারীরা ভুক্তভোগী আরাকানকে উখিয়ার কুতুপালং বাজারে রেখে চলে যায়।
এর তিন দিনের মাথায় নুর ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ।
যদিও ভুক্তভোগী আরাকানের বাবা আব্দু রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছিলেন, “২ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে তার সন্তানকে ফেরত দিয়েছিল অপহরণকারীরা।”