গাজীপুর, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
Published : 16 Apr 2025, 08:05 PM
সারাদেশে চার জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ছয় জন। এর মধ্যে রয়েছেন গাজীপুর ও হবিগঞ্জে দুইজন এবং ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে একজন করে।
বুধবার এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জেলা প্রতিনিধির পাঠানো সংবাদে বলা হয়।
গাজীপুর
বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর এলাকার বাসিন্দা কৃষক ইফাজ উদ্দিন (৬৫) এবং কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর এলাকার কৃষক শুকুর আলী।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, দুপুরে ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
এদিকে, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন আলী বলেন, কৃষক শুকুর আলী দুপুর ১টার দিকে মাঠে কাজ করতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া
নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল আওয়াল (৫০) ওই গ্রামের বাসিন্দা।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পাশের বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল। ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।
নরসিংদী
রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত ইব্রাহিম হোসেন (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, দুপুরে বৃষ্টির শুরু হওয়ার আগে মাঠে ধান কাটতে যান কৃষক ইব্রাহিম। ধান কাটার সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়েন।
আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
হবিগঞ্জ
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও একই এলাকার কপিল উদ্দিন।
আজমিরীগঞ্জ থানার ওসি মাইদুল হাছান বলেন, সকালে হাওরে একদল শ্রমিক ধান কাটতে যান। দুপুরে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে আহত হয়ে মনিরুল ও কপিলের ঘটনাস্থলেই মৃত্যু হয়।