বাগেরহাটে জব্দ করা মাংস ও চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
Published : 12 Apr 2025, 04:00 PM
সুন্দরবনে শিকারের পর সেখানে জবাই করা হরিণের ২৪ কেজি মাংস ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। এ ছাড়া শিকারিদের একটি নৌকা জব্দ করা হয়েছে; তবে কেউ আটক হয়নি।
শুক্রবার রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।
শনিবার দুপুরে জব্দ করা মাংস ও চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মাহবুব হোসেন বলেন, শিকারিদের একটি দল সুন্দরবনে হরিণ শিকারের পর জবাই করে তা বিক্রির জন্য লোকালয়ে নিয়ে আসছে, এমন খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা নৌকা ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ২৪ কেজি মাংস ও একটি হরিণের চামড়া উদ্ধার করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, শুক্রবার দিনের কোনো এক সময় এই শিকারিরা অবৈধভাবে বনে প্রবেশ করে হরিণ শিকার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।