রেলক্রসিংয়ে ব্যারিকেড নামলেও তার নিচ দিয়েই মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করেন দুজন, বলছে পুলিশ।
Published : 27 Mar 2025, 12:46 AM
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের প্রাণ গেছে।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান।
নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারের আবদুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও একই এলাকার সোলাইমান ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।
পুলিশ বলছে, ট্রেন আসার আগে রেলক্রসিংয়ে ব্যারিকেড নামলেও তার নিচ দিয়েই মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করেন দুজন। সেসময় দ্রুতগতিতে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিয়ে মোটরসাইকেলটিকে কিছুদূর নিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর বলেন, “ট্রেনটি বেলপুকুর রেলক্রসিংয়ে পৌঁছালে দুর্ঘটনা ঘটে। ব্যারিকেড থাকার পরও মোটরসাইকেলটি নিচ দিয়ে প্রবেশ করে।”