“রানওয়ের প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যত সম্প্রসারণের ব্যাপারে বেবিচক চেয়ারম্যানের সাথে প্রয়োজনীয় আলোচনা হয়েছে,” বলেন বিমানবাহিনী প্রধান।
Published : 12 Jan 2025, 06:53 PM
বগুড়া বিমানবন্দরের রানওয়ে সংস্কার ও সম্প্রসারণের নিয়ে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
প্রয়োজনীয় সংস্কার ও সম্প্রসারণ হলে বর্তমানে বিমানবাহিনীর অধীনে থাকা এ বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইট চালু হতে পারে বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রোববার বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শনকালে বলেন, “রানওয়ের প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যত সম্প্রসারণের ব্যাপারে বেবিচক চেয়ারম্যানের সাথে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। বেবিচক চেয়ারম্যান একমত পোষণ করেছেন।”
দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রানওয়ের উন্নতি এবং অভ্যন্তরীণ বিমান উড্ডয়নের জন্য পরবর্তীতে রানওয়ে বর্ধিত করার ব্যাপারে বেবিচক ব্যবস্থা নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন বিমান বাহিনী প্রধান। পরে তিনি বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন।
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এসময় উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী প্রধান বলেন, “বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল, তবে বর্তমানে এর সার্বিক অবস্থা সন্তোষজনক। বিমানবন্দরটি চালু হলে স্থানীয় অর্থনীতি, পর্যটন, পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
“এই রানওয়ে ভিভিআইপি ফ্লাইটের বিকল্প এবং জরুরি অবতরণ কেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য, যা উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগকালে কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করবে।”