সদর উপজেলার মারিয়া এলাকার একটি বিলে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়।
Published : 19 Mar 2025, 07:34 PM
কিশোরগঞ্জ জেলা শহরের ভাঙ্গারির দোকান থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার দুপুর ৩টার দিকে শহরের একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামের একটি ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
পরে বিকালে সদর উপজেলার মারিয়া এলাকার একটি বিলে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয় বলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে টুটুল মিয়া দোকানে মর্টার শেলটি দেখতে পেয়ে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে এটি শনাক্ত করে সেনা ক্যাম্পকে অবহিত করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, “মর্টার শেলটি কোন সময়ের এবং কিভাবে এল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, লোহা-লক্করের সঙ্গে কেউ এটি ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে।