ওসি মাসুম জানান, রাত ৮টার দিকে উপজেলার রামচন্দ্রপুরের শ্মশানঘাট এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।
Published : 22 Feb 2025, 02:00 AM
ঝিনাইদহের শৈলকুপায় গুলি করে হত্যা করা তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শৈলকূপা থানার ওসি মাসুম খান।
ওসি মাসুম জানান, রাত ৮টার দিকে স্থানীয় শ্মশানঘাট এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে।
এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
ওসি জানান, নিহতদের মধ্যে একজন পাশের হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা হানিফ বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ‘চরমপন্থি সংগঠন’ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। আরেক জনের নাম লিটন, তিনি হানিফের শ্যালক।
অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।