টেকনাফে উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে বাংলাদেশি দুইজন, বাকিরা রোহিঙ্গা।
Published : 25 Jan 2025, 11:56 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলবর্তী পাহাড়ি এলাকা থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করা ১৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী। এ সময় বাংলাদেশি এক দালালকে আটক করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয় বলে জানান নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন।
আটক মোহাম্মদ আব্দুল্লাহ (২৫) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মোহাম্মদ গফুরের ছেলে।
নৌবাহিনীর কর্মকর্তা আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“পরে আস্তানাটিতে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ মোট ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি দুইজন, বাকিরা রোহিঙ্গা। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।”
সবাইকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নৌবাহিনীর কমান্ডার।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যায় আটক এক দালালসহ মালয়েশিয়াগামী উদ্ধার হওয়া ১৭ জনকে থানায় আনা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে উদ্ধার হওয়া ভুক্তভোগীদের স্বজনদের কাছে ফেরত পাঠাতে ব্যবস্থা নেওয়া হবে।
আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।