যাবজ্জীবনের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
Published : 20 Nov 2024, 03:46 PM
জামালপুরে আট বছর আগে এক শিশুকে ধর্ষণের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রেজাউল আমীন শামীম জানান।
দণ্ডিত শহিদ মিয়া জেলার মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের দস্তর মণ্ডলের ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মামলার বিরণে বলা হয়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোরে শহিদ মিয়া একই এলাকার সাত বছরের এক শিশুকে ধর্ষণ করে।
এ ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
রায় ঘোষনার পর দণ্ডিত শহিদ মিয়ার বড় মেয়ে শাহানারা বলেন, তার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।