“ভোগান্তি কমাতে সেতু দরকার এই রুটে।”
Published : 02 Feb 2025, 09:36 AM
ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন।
এর আগে কুয়াশার কারণে দু্র্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ১০টার সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় কয়েকটি গাড়ি সিরিয়ালে আটকা পড়ে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এ সময় শীতের মধ্যে ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।
রাজবাড়ী থেকে ছেড়ে আসা রাবেয়া পরিবহনের চালক রতন মিয়া বলছিলেন, “ভোর থেকে ঘাটে বসে আছি। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে যাত্রীরা বিরক্ত হচ্ছেন। ভোগান্তি কমাতে সেতু দরকার এই রুটে।”
ওই পরিবহনের আরেক যাত্রী আমজাদ হোসেন বলেন, “রাতে তো ঘুম হয়ই নাই, ভোর ৪ টায় বাস সে কারণে। ভোরে ফেরি ঘাটে এসে শুনি বন্ধ। তখন থেকে বসে আছি।
“আমার মত অনেকেই আছে যারা অফিস করবে। কিন্তু কখন নদী পাড় হবো সেটা বুঝতেছি না।”
যশোর থেকে আসা ট্রাক চালক সবুজ মোল্লা বলছিলেন, “রাত ১০টা থেকে ঘাটে বসে আছি। সারারাত গাড়িতে বসেই কাটিয়ে দিলাম। শীতের সময় কুয়াশায় ফেরি বন্ধ হয়ে যায়। তখন ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। কর্তৃপক্ষের উচিৎ কুয়াশার মধ্যে যেন ফেরি চলে সে ব্যবস্থা করা।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক সালাহউদ্দিন বলেন, “শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১০টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেগুলো গন্তব্যে পৌঁছে যাচ্ছে।”