রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে নওগাঁয়; জেলায় পাসের হার ৭৪ দশমিক ৭১ শতাংশ।
Published : 15 Oct 2024, 05:45 PM
রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অলিউল আলম।
চলতি বছরও ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার এবং জিপিএ ৫ এ এগিয়ে আছেন। মেয়েদের পাসের হার ৮৭ শতাংশ এবং ছেলেদের ৭৬ শতাংশ।
অন্যদিকে মোট ১৪ হাজার ৫৯৭ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছেন। যেখানে ছেলেদের মধ্যে ১০ হাজার ৩০৫ জন জিপিএ ৫ পেয়েছেন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, শিক্ষা বোর্ডের ১২টি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেননি। আর শতভাগ পাস করেছে ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অন্যদিকে এবার এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৩৩১। এ ছাড়া পরীক্ষার হল থেকে বহিষ্কৃত হয়েছেন ২৪ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলা রয়েছে। এসব জেলার মধ্যে ফলাফলে এগিয়ে আছে রাজশাহী। এই বিভাগে পাসের হার ৮৯ দশমিক ১২। পাশাপাশি বগুড়ায় ৮৪ দশমিক ৪১ শতাংশ, নাটোরে ৭৮ দশমিক ৪২ শতাংশ, নওগাঁয় ৭৪ দশমিক ৭১ শতাংশ, পাবনায় ৮১ দশমিক ৪৭ শতাংশ, সিরাজগঞ্জে ৭৫ দশমিক ৯১ শতাংশ, জয়পুরহাটে ৭৬ দশমিক ৭৮ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৭৭ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।