“মেয়েটির সঙ্গে ২০১৬ সালে ওই চিকিৎসকের পরিচয় হয়।”
Published : 26 Dec 2024, 08:12 PM
বরিশালে এক শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় এক চিকিৎসককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বুধবার রাতে ওই শিক্ষার্থীর দায়ের করা মামলায় নগরীর ধান গবেষণা রোডের বাসা থেকে সাকিল আহমেদ নামে ওই চিকিৎসককে গ্রেপ্তার করেন তারা।
৩১ বছর বছর বয়সী সাকিল ঢাকার উত্তরখান থানার মাস্টারপাড়া এলাকার আজগর আলীর ছেলে।
সাকিল আহমেদ ঢাকার সিটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। আর মেয়েটি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারে পড়েন।
গ্রেপ্তারের পর সাকিলকে বরিশাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালতের কোতয়ালি মডেল থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই এনামুল হক জানান।
মামলার বরাতে ওসি মিজানুর বলেন, “মেয়েটির সঙ্গে ২০১৬ সালে ওই চিকিৎসকের পরিচয় হয়। ওই সময়ে নবম শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন সাকিল। বর্তমানে ওই চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কোর্স করতে এসেছেন।
“মেয়েটি তাকে বিয়ে করার তাগাদা দেওয়ায় সাকিল তাকে ধান গবেষণা রোডের ভাড়া বাসায় আসাতে বলেন। বুধবার সকালে ওই বাসায় ছাত্রী সেখানে গেলে সাকিল তাকে একাধিকবার ধর্ষণ করেন। এরপর মেয়েটি আবার বিয়ের কথা বললে সাকিল টালবাহানা শুরু করেন। এরপর ওই শিক্ষার্থী থানায় মামলা করেন।”
ওই চিকিৎসক এমবিবিএস পাস করার পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কোর্স করতে এসেছিলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।