এ ঘটনায় বৃহস্পতিবার শেরপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে।
Published : 08 Sep 2024, 11:49 PM
শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর সরকারি আবাসনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
রোববার দুপুরে শেরপুরের ডিসি কার্যালয় চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। এতে তাদের সংগঠনের জেলার সভাপতি নিশি সরকারের নেতৃত্বে ৪০ জন হিজরা সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।
এর আগে বুধবার রাতে শেরপুর সদর উপজেলার আন্ধরিয়া-সুতিরপাড় গ্রামে হিজড়াদের সরকারি আবাসন প্রকল্পে দুস্কৃতকারীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
বৃহস্পতিবার শেরপুর সদর থানায় ২৬ জনের নাম উল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয় বলে ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান।
পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলায় এ পর্যন্ত পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। কিন্তু অন্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ফুঁসে উঠেছে হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, “অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
এ ব্যাপারে শেরপুরের ভারপ্রাপ্ত ডিসি মো. মনিরুল হাসান বলেন, “হিজড়াদের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।”