সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, যাত্রীরা তাদের মালপত্র নিয়ে আসছেন এবং রেল সেবা বন্ধ থাকায় একে একে ফিরে যাচ্ছেন।
Published : 28 Jan 2025, 05:38 PM
পূর্বঘোষণা অনুযায়ী, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে বন্ধ আছে ঢাকা-নারায়ণগঞ্জ পথে রেল চলাচল। রেল সেবা বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তারা স্টেশনে এসে ফিরে যাচ্ছেন।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, যাত্রীরা তাদের মালপত্র নিয়ে আসছেন এবং রেল সেবা বন্ধ থাকায় একে একে ফিরে যাচ্ছেন। এতে যাতায়াতে বাড়তি অর্থ গুণতে হচ্ছে রেলে চলাচলকারী নিয়মিত যাত্রীদের এবং অস্বস্তি নিয়ে তারা প্ল্যাটফর্ম ত্যাগ করছেন।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে ঢাকা থেকে কোনো ট্রেন আসেনি এবং ঢাকার দিকে কোনো ট্রেন যাত্রা করেনি। অনেক যাত্রী ট্রেনের জন্য এসে ফিরে গেছেন।
“তাদেরকে বিকল্প যান ব্যবহারের জন্য বলেছি। আমরা প্রস্তুত আছি, স্টাফরা যদি কর্মবিরতি প্রত্যাহার করে তাহলে আমরা রেল সেবা কার্যক্রম শুরু করে দেব।”
একই চিত্র দেখা গেছে, নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশনে৷ অনেকে বসে বসে অপেক্ষা করলেও ট্রেন না আসায় ফিরে যাচ্ছেন। গন্তব্যে পৌঁছাতে খুঁজছেন বিকল্প যান৷
মহিবুর রহমান নামের একজন যাত্রী বলেন, “আমি কাজ করি মতিঝিলে৷ কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন চলাচল বন্ধ। নিয়মিত যাত্রায় ট্রেন ব্যবহার করি, না থাকায় সমস্যায় পড়ে গেলাম।”
বিউটি বেগম নামে এক যাত্রী বলেন, “বাচ্চাকে নিয়ে ঢাকায় ডাক্তার দেখাতে যাব। বাসে যানজট থাকায় ট্রেনে সুবিধা বেশি৷ কিন্তু এখন বন্ধ থাকায় ছোট বাচ্চাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি।”
ট্রেন চলাচল বন্ধ থাকতে স্টেশন থেকে ফিরতে দেখা যায় মানিক মিয়া নামে এক ব্যক্তিকে৷ তিনি বলেন, “ঢাকায় যাতায়াত করতে অন্য বাহনের তুলনায় ট্রেনে কম টাকায় দ্রুত যাওয়া যায়। কিন্তু এসে দেখি ট্রেন নাই, তাই ফিরে যেতে হচ্ছে।”
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুসাঙ্গিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।