স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরহাদ মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।
Published : 08 Dec 2024, 04:04 PM
মাদারীপুরের শিবচর উপজেলায় পারিবারিক কলহের জেরে কলেজ পড়ুয়া এক মেয়েকে তার বাবা লাঠির আঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার যাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মুক্তার হোসেন জানান।
নিহত আইরিন আক্তার মুক্তি (১৭) শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও নাজমা বেগম দম্পতির মেয়ে। সে শিবচরের বহরমগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।
মৃত কলেজ ছাত্রীর পরিবারের বরাতে ওসি বলেন, “পারিবারিক বিষয় নিয়ে আইরিনের বাবা ফরহাদের সঙ্গে মা নাজমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফরহাদ পাশে থাকা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মুহূর্তের মধ্যে আইরিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
“তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আইরিনকে মৃত বলে ঘোষণা করেন।”
আইরিনের মা নাজমা বেগম বলেন, “আমার মেয়ের হত্যার সঠিক বিচার চাই। সে সম্পূর্ণ নির্দোষ।”
ওসি মুক্তার বলেন, মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্য্স্থা গ্রহণ করা হবে।