একদিন আগে সিলেটের প্রতিবেশগত সংকটাপন্ন এই এলাকায় দিনভর অভিযান চালিয়ে অর্ধশত বারকি নৌকা ধ্বংস করেছে টাস্কফোর্স।
Published : 13 Dec 2024, 08:43 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জুমপার, কান্দুবস্তি, নয়াবস্তি, জাফলং ব্রিজঘাট ও বল্লাঘাট এলাকায় সিমেন্ট পিলার দিয়ে ব্যারিকেড দিয়েছে প্রশাসন।
এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রতিবেশগত সংকটাপন্ন এই এলাকায় চালানো এক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত অর্ধশত বারকি নৌকা ধ্বংস করেছে টাস্কফোর্স।
অভিযানে প্রায় ৮০০ নৌকার বালু পিয়াইন নদীতে ফেলে দেওয়াসহ তীরে রাখা ৪৫টি ট্রাকের বালু জব্দ করা হয় বলে জানান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম।
অভিযানে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমদ এবং বিজিবি ক্যাম্প কমান্ডার জাবেদ উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, পিয়াইন নদী থেকে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে বালু ও পাথরবাহী ট্রাক, কভার্ড ভ্যান, প্লেলোডার ও ডাম্প ট্রাকের চলাচল বন্ধ করতে জাফলংয়ের পাঁচটি পয়েন্টে সিমেন্ট পিলারের ব্যারিকেড দেওয়া হয়েছে।
জাফলংয়ের ইসিএভুক্ত (প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা) এলাকায় অবৈধভাবে যাতে কেউ বালু-পাথর উত্তোলন করতে না পারেন, সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
অভিযান পরিচালনার সময় স্থানীয় শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলেছেন প্রশাসনের প্রতিনিধিরা।
তাদের পাওয়া তথ্য অনুযায়ী, ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপর বালু-পাথর লুটপাটের জন্য কিশোরগঞ্জ, নরসিংদী, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও টাঙ্গাইল থেকে প্রায় ১০ হাজার শ্রমিককে জাফলংয়ে আনা হয়েছে। যা ভারতের সীমান্তবর্তী জাফলং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
ইউএনও তৌহিদুল ইসলাম জানান, জাফলংয়ে খোলা আকাশের নিচে নদীর পাশে এবং বালুর চরে সিলেটের বাইরে থেকে আসা শ্রমিকদের আবাসনের জন্য গড়ে তোলা ১০টি অস্থায়ী ক্যাম্প অপসারণ করা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় বহিরাগত শ্রমিকদের অবস্থান করাটা উদ্বেগজনক বলে মনে করেন অভিযানকারী দলের সদস্যরা।