নিহত দুই শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
Published : 25 Apr 2024, 12:20 AM
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় পরিস্থিতি শান্ত রাখতে সেখানে আবার বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় আবার চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা মধুখালী ও শহরে কাজ করবেন।”
তারা টহল দেওয়া শুরু করেছেন বলে জানান জেলা প্রশাসক।
বৃহস্পতিবার সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালায়। স্কুলের টয়লেট নির্মাণের কাজ চলছিল। সেজন্য শ্রমিকরা সেখানে ছিলেন।
জনতার পিটুনিতে দুই শ্রমিকের প্রাণ যায়। তারা হলেন, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল (২১) ও তার ভাই আশাদুল (১৫)। এ ঘটনায় আহত আরও পাঁচ শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পরদিন শুক্রবার সকাল থেকেই সেখানে বিজিবি মোতায়েন করা হয়। সোমবার বিজিবিকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এ হত্যার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে।
তারপরই আবার বিজিবি মোতায়েন করা হয়।
নিহতদের বাড়িতে প্রাণিসম্পদ মন্ত্রী
নিহত দুই নির্মাণ শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
বুধবার সন্ধ্যায় মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামে নিহত দুই শ্রমিকের বাড়িতে যান তিনি। এ সময় তিনি ওই পরিবারের সদস্যদের ন্যায়বিচারের আশ্বাস দেন।
পরে নিহত দুই সহোদরের বাবাকে একটি ব্যাটারিচালিত ভ্যান এবং বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধের আশ্বাস দেন মন্ত্রী।
পরে রাতে মন্ত্রী ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সেখানে এসে যোগ দেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
এ ছাড়া পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ উপস্থিত ছিলেন।
আর পড়ুন:
দুই ভাইকে পিটিয়ে হত্যা: বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ
ফরিদপুরে মন্দিরে আগুন: নিহতদের বাড়িতে ধর্মমন্ত্রী, ব্যবস্থার আশ্বাস