“আমরা এই দেশে বসবাস করতেছি সবাই ঐক্যবদ্ধভাবে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”
Published : 20 Apr 2024, 06:43 PM
ফরিদপুরের মধুখালীর একটি মন্দিরে আগুনের ঘটনার পর বিক্ষুব্ধ জনতার পিটুনিতে নিহত দুই শ্রমিকের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চোপেরঘাট গ্রামে নিহতদের বাড়িতে যান মন্ত্রী। এ সময় নিহত দুই ভাইয়ের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
পরে চোপেরঘাট কবরস্থানে নিহতদের কবর জিয়ারত করেন মন্ত্রী। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দার, ডিসি মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালায়। স্কুলের টয়লেট নির্মাণের কাজ চলছিল। সেজন্য শ্রমিকরা সেখানে ছিলেন।
জনতার পিটুনিতে দুই শ্রমিকের প্রাণ যায়। তারা হলেন, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল (২১) ও তার ভাই আশাদুল (১৫)। এ ঘটনায় আহত আরও পাঁচ শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার কবর জিয়ারত শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “একটি জিনিস শুধু আপনাদের বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়ে বলেছেন, প্রশাসনকেও মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আপনাদের বলতে চাই- ন্যায়বিচারের স্বার্থে যা কিছু করার দরকার আপনারা দ্রুততম সময়ে করবেন। এটি ন্যায়বিচার হোক।
“জনগণ দেখুক। এই ধরনের অপকর্ম যেন আর কেউ না ঘটাইতে পারে। অন্য জায়গায় যেন এমন ঘটনা ঘটানোর সাহস তারা না পায়। তারা যেই হোক।”
বাংলাদেশের অসাম্প্রদায়িক দেশ মন্তব্য করে ফরিদুল হক বলেন, “আমরা এই দেশে বসবাস করতেছি সবাই ঐক্যবদ্ধভাবে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। এটি হল আমাদের কথা। আর যেই দুইজন নিহত হয়েছেন তাদের আমরা ধর্ম মন্ত্রণালয় থেকে এক লাখ করে টাকা দেব। আহতদের ২৫ হাজার করে টাকা দেওয়া হবে।
“আমরা চাই এই বাংলাদেশটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ। এই বাংলাদেশে যাতে কোন অঘটনমূলক কোনো কিছু না ঘটে এই জিনিসটা আমাদের বিবেচনায় রাখতে হবে।”
এরপর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের মন্দির ও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
পরিদর্শন শেষে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী। বিকাল সাড়ে ৪টায় ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সম্প্রীতি রক্ষা কমিটির বিশেষ সভায় অংশ নেন তিনি।
ফরিদপুরে মন্দিরে আগুন, গণপিটুনি: ৩ সদস্যের তদন্ত কমিটি
ফরিদপুরে মন্দিরে আগুন, বিক্ষুব্ধদের হামলায় নিহত ২
ফরিদপুরের ডিসি মো. কামরুল আহসান তালুকদার বলেন, “এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলছে।”
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।