পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
Published : 19 Apr 2024, 03:02 PM
ফরিদপুরের মধুখালী উপজেলায় মন্দিরে আগুনের ঘটনার পর বিক্ষুব্ধ জনতার পিটুনিতে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের এই তদন্ত কমিটি করা হয়েছে বলে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানিয়েছেন।
তিনি বলেছেন, ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে থাকা শ্রমিকদের ওপর হামলা চালায়।
জনতার পিটুনিতে দুই শ্রমিকের প্রাণ যায়। তারা হলেন, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল (২১) ও তার ভাই আশাদুল (১৫)। এ ঘটনায় আহত আরও পাঁচ শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
জেলা প্রশাসক কামরুল আহসান বলেন, হিন্দু অধ্যুষিত ওই গ্রামের বারোয়ারি মন্দিরে আগুন লাগার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
“তারা মন্দির থেকে ২০ গজ দূরের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজে নিয়োজিত সাত শ্রমিককে সন্দেহ করে স্কুলের শ্রেণিকক্ষে অবরুদ্ধ করে গণধোলাই দেয়।”
খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা তাদেরও অবরুদ্ধ করে রাখে। পরে ফরিদপুর জেলা সদর ও রাজবাড়ী জেলা পুলিশের সহযোগিতায় কয়েক ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।
আহত শ্রমিক লিটন মোল্লা বলেন, “আগুন দেখার পর এলাকাবাসীর সঙ্গে আমরাও নেভানোর কাজে অংশ নেই। কিন্তু বিক্ষুব্ধরা আমাদের সন্দেহ করে হাত পা বেঁধে গণপিটুনি দেয়।”
বিপুল সংখ্যক মানুষ লাঠি-রড-ইট দিয়ে হামলা চালিয়ে তাদের বেধড়ক মারপিট করে। এসময় স্কুলটির দরজা-জানালা ভাঙচুর করা হয় বলেও জানান লিটন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. মোরশেদ আলম জানান, শত শত মানুষ ওই হামলায় অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়। জনতার ঢিলের আঘাতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
পুরনো খবর: