গুলির পাশাপাশি ১২টি খালি খোসা উদ্ধার করেছে বিজিবি।
Published : 14 Mar 2025, 07:28 PM
রাঙামাটির বরকল উপজেলায় পাহাড়ে অভিযান চালিয়ে ১১টি গুলি এবং ১২টি খালি খোসা উদ্ধার করেছে বিজিবি ও আনসার ব্যাটালিয়ন।
শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন বরকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম।
গুলি উদ্ধারের ঘটনায় বরকল ব্যাটালিয়নের ৪৫ বিজিবির গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবসময় তৎপর রয়েছে বিজিবি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১২ মার্চ উপজেলার রূপবান পাড়া এলাকায় ইউপিডিএফ এবং জেএসএসয়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে পাহাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সেখানে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা এবং আতঙ্ক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৩ মার্চ বিজিবি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার হাজাছড়া ও রূপবান পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১১টি গুলি ও ১২টি খালি খোসা উদ্ধার করা হয়।
পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।