এ ঘটনার বিচার দাবিতে বোদা-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।
Published : 18 Mar 2025, 07:42 PM
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নিহতের এক ছেলে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বোদা-ঠাকুরগাঁও মহাসড়কে উপজেলার সাতখামার এগারোমাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বোদা হাইওয়ে থানার ওসি আবু সায়েদ চৌধুরী।
নিহত কৌশলা রানী (৫০) ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খলিশাকুড়ি মাস্টারপাড়া গ্রামের ছবি লাল বর্মনের স্ত্রী। আহত বাসুদেব বর্মন (৩৫) বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোদা বাজার থেকে মোটরসাইকেলে করে কৌশলা রানী ও বাসুদেব ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে যাচ্ছিল। পথে পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মা ও ছেলে সড়কে ছিটকে পড়েন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৌশলা রানী ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আহত বাসুদেবকে উদ্ধার করে বোদা হাসপাতালে ভর্তি করায়। দুর্ঘটনার পরপর চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান। তাৎক্ষণিক এ ঘটনার বিচার দাবিতে বোদা-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ছাড়া বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ওসি আবু সায়েদ বলেন, আইনি প্রক্রিয়া শেষ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।