“এ লেখা চলতে থাকলে কৌতুহলী মানুষের ভীড় বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ছড়িয়ে পড়ে।”
Published : 18 Mar 2025, 01:47 PM
সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানের ডিজিটাল বোর্ডে আওয়ামী লীগের ফেরত আসা নিয়ে স্লোগান প্রদর্শিত হয়েছে। পরে হাসপাতালের ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সোমবার রাত পৌনে ৯টার দিকে সাতক্ষীরার শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে (খুলনার রোড মোড়) বেসরকারি হাসপাতালে এবং সিটি কলেজ মোড়ের ইজিবাইক বিক্রির প্রতিষ্ঠানের ডিজিটাল বোর্ডে এসব স্লোগান ভেসে ওঠে বলে জানিয়েছেন ওসি শামিনুল ইসলাম।
ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, “১৭ মার্চকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিজিটাল বোর্ডে হঠাৎ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে’ ভেসে ওঠে।
“এ লেখা চলতে থাকলে কৌতূহলী মানুষের ভিড় বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানায়।”
তিনি আরও জানান, হাসাপাতাল মালিককে ফোন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ঘটনাস্থলে আসতে চাননি। এজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হাসপাতাল ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এদিকে কিছুক্ষণ পরই সাতক্ষীরার সিটি কলেজ মোড়ের থ্রি হুইলার ইজিবাইক বিক্রির প্রতিষ্ঠান এসকে ট্রেডিংয়ের শোরুমের ডিজিটাল বিলবোর্ডেও এ ধরনের লেখা ভেসে ওঠে।
পরে খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে বিলবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করে ছাত্র-জনতা।
এ বিষয়ে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকানার অন্যতম অংশীদার শরীফুল ইসলাম বলেন, “হাসপাতালটি নতুন, গতকালই (সোমবার) চালু হয়েছে। বিলবোর্ডও নতুন লাগানো হয়েছে। কিভাবে সেখানে এসব লেখা উঠেছে তা আমার জানা নাই।”
তিনি আরও বলেন, “আমি বাগেরহাটের বাসিন্দা, তাই হঠাৎ খবর পেয়ে আমার পক্ষে সাতক্ষীরা যাওয়া সম্ভব হয়নি।”
অন্যদিকে এসকে ট্রেডিংয়ের মালিক মিলন বলেন, “গ্রিন লাইফ হাসপাতালের ঘটনা শুনে আমি সেখানে গিয়েছিলাম। পরে শুনি আমার শোরুমেও একই ঘটনা। পরে গিয়ে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করি।“
ওসি শামিনুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের এক কর্মীকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।