“সাবেক পরিকল্পনামন্ত্রীর বুকে ব্যথা আছে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত।“
Published : 08 Oct 2024, 04:49 PM
বন্দিদশায় অসুস্থ হয়ে পড়ায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারাগারে থাকা মান্নানকে মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালে নেওয়া হয় বলে সিলেট কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ সাখাওয়াত হোসেন জানান।
তিনি বলেন, “শনিবার বিকালে সুনামগঞ্জ কারাগার থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে চিকিৎসার জন্য সিলেট কারাগারে আনা হয়েছিল। উনার শারীরিক অবস্থা খারাপ থাকায় আজ চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়।“
তিনি বলেছেন, হাসপাতালে নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা আছেন, এছাড়া সেনাবাহিনীর টহল টিমও দায়িত্বে আছে।
ওসমানীর উপ পরিচালক সৌমিত্র চক্রবর্তী জানান, “সাবেক পরিকল্পনামন্ত্রীর বুকে ব্যথা আছে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। সকালে হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষা নিরীক্ষা করে উনাকে মেডিসিন বিভাগের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।“
মান্নানের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে উপ পরিচালক জানান।
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জের হিজলবাড়িতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ৪ অগাস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মান্নানকে গ্রেপ্তারের পরদিন তার মুক্তির দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সাবেক আমলা মান্নান ২০০৩ সালে চাকরি থেকে অবসরের পর ২০০৫ সালে সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন।
পরে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মত সংসদ সদস্য হন তিনি। এরপর ২০১৪ সালে দশম এবং ২০১৮ সালে একাদশ নির্বাচনেও জয় পান।
২০১৪ সালে শুরুতে তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চার মাস পর তার দায়িত্বে যুক্ত হয় অর্থ মন্ত্রণালয়।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর তাকে করা হয় পরিকল্পনামন্ত্রী।
টানা চতুর্থবার তিনি সংসদ সদস্য হন ২০২৪ সালের ৭ জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে। তবে এ মেয়াদে মন্ত্রিসভায় রাখা হয়নি মান্নানকে।
পুরনো খবর
নিজ বাড়ি থেকে গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
সুনামগঞ্জে সাবেক মন্ত্রী মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা
সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান কারাগারে, মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ