বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
Published : 20 Sep 2024, 12:57 AM
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে তার সুনামগঞ্জের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান।
তিনি বলেন, পুলিশ তাকে আটক করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
এসপি সাংবাদিকদের বলেন, গত ৪ অগাস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এমএ মান্নানকে আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার যুক্ত থাকার বিষয়ে জানতে চাওয়া হবে।
গত ৪ অগাস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার সময় গুলিবিদ্ধ হন জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। এ ঘটনায় তার ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এলাকাবাসীরা বলছেন, অগাস্টের শুরু থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন এমএ মান্নান। এলাকাবাসী তার হিজলবাড়ি পাহাড়া দিয়ে ছিলেন। ফলে ৫ অগাস্টের পরও কেউ তার বাড়িতে হামলা করতে পারেনি।
সাবেক আমলা এম এ মান্নান ২০০৮ সালে প্রথম নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন।
অবশ্য ২০০৩ সালে চাকরি থেকে অবসরের পর ২০০৫ সালে সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন এম এ মান্নান।
এরপর ২০১৪ সালে দশম এবং ২০১৮ সালে একাদশ নির্বাচনেও জয় পান তিনি।
২০১৪ সালে শুরুতে তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চার মাস পর তার দায়িত্বে যুক্ত হয় অর্থ মন্ত্রণালয়ও। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর তাকে করা হয় পরিকল্পনামন্ত্রী।
তিনি টানা চতুর্থবার সংসদ সদস্য হন ২০২৪ সালের ৭ জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে। তবে এ মেয়াদে মন্ত্রিসভায় রাখা হয়নি মান্নানকে। তবে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, নেতা ও সংসদ সদস্যদের গ্রেপ্তারের অভিযানের মধ্যে এবার মান্নানকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।
আরও পড়ুন:
সুনামগঞ্জে সাবেক মন্ত্রী মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা