ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে দুর্গাপুরে যাওয়ার পথে বালুবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুর রহিম।
নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের প্রয়াত সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৮০) এবং দেবীদ্বার উপজেলার ভাউরা গ্রামের হাফেজ সরকারের স্ত্রী নাছিমা বেগম (৫০)।
স্থানীয়দের বরাতে আব্দুর রহিম বলেন, দুপুরে ওই দুই নারী হাত ধরে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হলেও চালক এবং সহযোগী পালিয়ে যান বলে জানান তিনি।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।