শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মাঝে এসব বিতরণ করা হয়
Published : 10 Apr 2025, 03:58 PM
শেরপুরের শ্রীবরদী সীমান্তে গারো পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা বন্যহাতির উৎপাত ঠেকাতে বন বিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিম-ইআরটি-এর সদস্যদের মাঝে টর্চ লাইট ও কেরোসিন তেল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে সীমান্তবর্তী বালিজুরী ফরেস্ট অফিস চত্বরে উন্নয়ন তহবিল কর্মসূচির আওতায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া।
পরে উপজেলার সিংগাবরুনা ও রানীশিমুল ইউনিয়নের গারো পাহাড় বেষ্টিত বন্যহাতির বিচরণ এলাকায় ইআরটি সদস্যদের মাঝে ২৫টি টর্চ লাইট ও ৩৪০ লিটার কেরোসিন তেল বিতরণ করা হয়।
এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, বন বিভাগের শিক্ষানবিশ রেঞ্জ কর্মকর্তা মো. তাহসীন হোসেন আইয়ান, ইউপি সদস্য নুরুল হক, সেলিম মিয়াসহ গণ্যমান্য ব্যক্তি, বন বিভাগের উপকারভোগী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।