কিল-ঘুষি দেওয়ার সময় তার জিহ্বা ও ঠোঁট কিছুটা কেটে গেছে বলে পুলিশ জানিয়েছে।
Published : 05 Mar 2023, 07:37 PM
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাহফিলে ‘শিয়া অনুসারীদের বিরুদ্ধে’ বক্তব্য দিয়ে বাড়ি ফেরার পথে হামলায় এক ইসলামী বক্তার জিহ্বা ও মুখমণ্ডল কেটে গেছে।
শনিবার রাতে আখাউড়া উপজেলার আজমপুরে এ ঘটনা ঘটে। তবে কারা এ হামলা করেছে তা জানতে পারেনি পুলিশ।
আহত শরীফুল ইসলাম ভূইয়া (৩৬) ব্রাহ্মণবাড়িয়া সদরের চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভুঁইয়ার ছেলে। তিনি বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।
শরীফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, শনিবার রাতে বিজয়নগরের দৌলতবাড়ি এলাকায় মাহফিলে বক্তব্য রাখেন শরীফুল ইসলাম। ওই মাহফিলে তিনি ‘শিয়া সম্প্রদায় নিয়ে বিরূপ বক্তব্য’ দিয়েছিলেন।
“মাহফিল শেষে বাড়ি ফেরার পথে আজমপুর রেলস্টেশন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত শরীফুলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শরীফুলের জিহ্বা ও ঠোঁটের কিছু অংশ কেটে যায়।”
এ সময় শরীফুলের সঙ্গে থাকা ওবায়দল্লাহ (৩৪) নামে আরেকজন আহত হয়েছেন বলেও কালাম জানান।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, “ঘটনা শোনার পর আমি খোঁজ নিয়েছি। প্রতিপক্ষরা শরীফুল ইসলামকে কিল-ঘুষি দেওয়ার সময় তার জিহ্বা ও ঠোঁট কিছুটা কেটে গেছে।”
তিনি জানান, ঢাকায় প্রাথমিক চিকিৎসার পর আজ [রোববার] শরীফুল বাড়ি এসেছেন। তার স্বজনরা অভিযোগ নিয়ে থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।