বিএনপির দুই নেতা জামিনে মুক্তির পর কারা ফটকে গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা কারাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 03:37 PM
Updated : 8 Nov 2023, 03:37 PM

জামিনে মুক্তি পাওয়ার পর টাঙ্গাইল জেলা কারগারের সামনে থেকে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার সকালে তাদের পুরনো একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে টাঙ্গাইল সদর থানার ওসি আবু ছালাম মিয়া জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী এবং সহসভাপতি রকিবুল ইসলাম ছুনু। 

২৯ অক্টোবর হরতাল চলাকালে মিছিল শেষে তারা শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া থেকে আটক হয়েছিলেন। ওই দিনই সদর থানার এসআই সুবল চন্দ্র পাল বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি রেখে নাশকতার অভিযোগে মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। 

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, মঙ্গলবার আজগর আলী ও রকিবুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। 

সকাল ১০টার দিকে তারা টাঙ্গাইল জেলা কারাগার থেকে বের হন। এরপর কারাগারের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।


সদর থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, সেপ্টেম্বরে সদর থানায় করা একটি নাশকতার মামলায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।